ব্যর্থ হলো সমস্ত প্রচেষ্টা, পুজো পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ কেষ্টকে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার অভিযোগে জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আবার জেল হেফাজতের সময় বাড়ানো হলো তার। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়৷ দুর্গাপুজো জেলে কাটাতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে, তা স্পষ্ট করে দিল আদালত।

এই পরিস্থিতিতে গরু পাচার কাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল দুর্গা পুজোর আগে জামিন চেয়েছিলেন। মেয়ে সুকন্যা একা পুজো সামলাতে পারবে না, এই কথা জানিয়ে ‘মানবিকতার’ খাতিরে জামিনের আবেদন করেন তিনি। কিন্তু আদালত তাতে বিশেষ পাত্তা দিল না। তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। আসানসোলের সিবিআইয়ের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দিয়েছেন, এই মামলার পরের শুনানি আগামী ৫ অক্টোবর হবে।

এদিন অনুব্রত জানিয়েছিলেন, তাঁর বাড়িতে পুজো হয় এবং সেই পুজো মেয়ে একা সামলাতে পারবে না। তাই তাঁকে মানবিক হয়ে জামিন দেওয়া হোক। পাশাপাশি শারীরিক অসুস্থতার কথাও ফের একবার জানান হয়েছিল। সেই প্রেক্ষিতে যদি জামিন মেলে তাঁর চেষ্টা করেন কেষ্টর আইনজীবী। কিন্তু কিছুতেই কিছু হয়নি। আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করেই দিয়েছে। অর্থাৎ এবারের পুজোয় জেলেই থাকতে হচ্ছে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। এই দুটি বিষয় ছাড়াও আরও একটি বিষয় অনুব্রতর আইনজীবীরা তুলে ধরেন। যদিও তাতেও কিছু লাভ হয়নি।