ব্যাগে স্ক্যানার ছোঁয়াতেই চোখ ছানাবড়া , কলকাতা বিমানবন্দরে যাত্রীর ব্যাগ থেকে টাকা উদ্ধার

ভোটের আবহে আবারও কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। ১৩ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার হল বিমানবন্দর থেকে। ভোটের আবহে গত কয়েকদিনে একাধিকবার বিমান বন্দর থেকে নগদ অর্থ, সোনা, হিরে উদ্ধার করা হয়েছে। ফের ‘খাজানা’ উদ্ধার হল বিমানযাত্রীর কাছ থেকে।

আয়কর দফতরের অধিকারিদের প্রচেষ্টায় কলকাতা বিমানবন্দর থেকে বিপুল পরিমাণে নগদ অর্থ উদ্ধার ও বাজেয়াপ্ত করা হল। ১৩ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার হয় এক যাত্রীর কাছ থেকে। কলকাতা থেকে আগরতলাগামী ইন্ডিগোর বিমান ৬ই ৬০৬৮ ধরার কথা ছিল তাঁর।

নিরাপত্তা কর্মীরা নিরাপত্তাসংক্রান্ত স্ক্রিনিংয়ের সময় ওই যাত্রীর ব্যাগের ভিতর বিপুল পরিমাণে নগদ অর্থ দেখতে পান । সেইসময় আয়কর দফতরের আধিকারিকদের খবর দেওয়া হয়। আয়কর দফতর এসে ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করে। প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে পারেননি ওই যাত্রী। এবং বিপুল অর্থের আয়ের উৎস কোথায় জানার চেষ্টা করেও মেলেনি সদুত্তর। এরপরই আয়কর দফতরের আধিকারিকরা তাঁকে আটক করেন।