এক্সনমোবিলের নেক্সট-জেন ইঞ্জিন অয়েল – মোবিল ১

এক্সনমোবিল নিয়ে এলো ‘আল্টিমেট ফুল সিন্থেটিক ইঞ্জিন অয়েল’ – মোবিল ১ ট্রিপল অ্যাকশন পাওয়ার+, যা জ্বালানি সাশ্রয় ছাড়াও দেবে অভূতপূর্ব ইঞ্জিন পার্ফর্ম্যান্স, প্রোটেকশন ও ক্লিনলিনেস। মোবিল ১ ট্রিপল অ্যাকশন পাওয়ার+ পাওয়া যাচ্ছে সকল নামী অটোমোটিভ রিটেলার ও ওয়ার্কশপে।


এক্সনমোবিল লুব্রিক্যান্টস প্রাইভেট লিমিটেডের সিইও বিপিন রাণা বলেন, মোবিল ১ ইঞ্জিন অয়েল ল্যাবে, সড়কে ও ট্র্যাকে সবরকম কঠোর অবস্থায় ও ‘রিয়াল লাইফ কন্ডিশনে’ পরীক্ষা করে দেখা হয়েছে। ফর্মুলা ওয়ানের ক্ষেত্রে মোবিল ১ ইঞ্জিন অয়েল ফ্রিকশন হ্রাস করে এবং রেসিং কারের সকল মুভিং পার্টসকে সচল রাখে। ফর্মুলা ওয়ান দ্বারা অনুপ্রাণিত মোবিল ১ ইঞ্জিন অয়েল বিশেষ ফর্মুলায় প্রস্তুত করা হয়েছে।


ওরাকল রেড বুল রেসিং-এর টিম প্রিন্সিপাল ক্রিসচিয়ান হর্নার বলেন, মোবিল ১ হল ফর্মুলা ওয়ানের ক্ষেত্রে ৩০ বছরের এক আইকনিক ব্র্যান্ড। এক্সনমোবিল ও ওরাকল রেড বুল রেসিং-এর পার্টনারশিপের ফলে এক্সনমোবিলের বিশ্বমানের বিশেষজ্ঞতার অভিজ্ঞতা পাওয়া সম্ভব হয়েছে।