অতিভারী বৃষ্টির ফলে সতর্কতা জারি হলো রাজ্যে

বদল হবে না চলতি দিনের আবহাওয়ার, বরং তা বাড়তে পারে আরো বেশি। শুরু হয়েছে বৃষ্টির মরশুম। বিগত তিনদিন যাবৎ কম বেশি বৃষ্টি হচ্ছে রাজ্য সহ বিভিন্ন জায়গায়। তবে আজকের আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা। মৌসুমী অক্ষ রেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় এই ভারী বৃষ্টির আশঙ্কা। দুইইয়ের প্রভাবে বুধ ও বৃহস্পতিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে উপকূলের জেলাগুলিতে। যার জেরে জারি হয়েছে সতর্কতা। অবনতি ঘটে পারে পরিস্থিতির। তাই সব রকম প্রস্তুতি নিয়েওছে রাজ্য সরকার।

আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আজ মঙ্গলবার কলকাতা-সহ সংলগ্ন জেলাগুলিতে সকাল থেকেই মেঘলা আকাশ। কোথাও কোথাও শুরু হয়েছে বৃষ্টি। বৃহস্পতিবার উপকূলের চার জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার সঙ্গে হাওড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হতে পারে। মঙ্গলবারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও ভারী বৃষ্টিপাত হবে। আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হবে রাজস্থানেও।