১৭ ই জুলাই শেষ বারের মতো বাংলাদেশি যাত্রীদের নিয়ে জলপাইগুড়ি টাউন স্টেশন ছুয়ে হলদিবাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ওপরের লালমনি হাট হয়ে ঢাকা পৌঁছেছিল। এরপর থেকে ক্রমশ অবনতি হতে থাকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি।
এক সময় দেশ ছেড়ে পালিয়ে ভারতে এসে আশ্রয় নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকেই ভারতীয় রেল নির্মিত মিতালী এক্সপ্রেস ট্রেনের কোচ গুলো ওপারে অযত্নে পরেছিল।
সোমবার ঢাকায় দু দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পরই মঙ্গলবার সকালে বাংলাদেশ থেকে হলদিবাড়িতে ফিরিয়ে আনা হয় মিতালী এক্সপ্রেস ট্রেন টিকে।