হাঁসখালি ধর্ষণকান্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বৃহস্পতিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আয়োজিত দক্ষিণেশ্বরের এক কর্মসূচিতে যোগ দেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এদিন হাঁসখালি ধর্ষণকাণ্ড প্রসঙ্গে সৌগত রায় বলেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, সেখানে একটা ঘটনা ঘটলেও তার লজ্জার। মহিলাদের উপর অত্যাচার কোনভাবেই বরদাশ্ত নয়। পাশাপাশি এ বিষয়ে পুলিশকে নজর দেওয়ার বার্তা দিয়ে সৌগত রায় বলেন,আমি আশা করব পুলিশ-প্রশাসন এ দিকে নজর রাখবে।
এদিকে সৌগত রায়ের মন্তব্য প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, সৌগতবাবু ভাল মানুষ। সঠিক কথা বলেছেন। তবে যতটা দৃঢ় ভাবে বলা প্রয়োজন ছিল তা পারেননি। কারণ ক্ষমতায় রয়েছে তাঁরই দল। সেই সঙ্গে অধীরের মন্তব্য, মুখ্যমন্ত্রী মহিলা না পুরুষ, এ ক্ষেত্রে তা বিচার্য নয়।
অন্যদিকে,বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, সৌগতবাবু যাঁকে ‘মহিলা মুখ্যমন্ত্রী’ বলেছেন, এ রাজ্যের পুলিশমন্ত্রীও তো তিনিই। পুলিশকে সক্রিয় হওয়ার নির্দেশটা তা হলে কে দেবেন? অন্য দিকে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন,তা হলে যে রাজ্যের মুখ্যমন্ত্রী পুরুষ সেখানে ঢালাও নারী নির্যাতন চলতে পারে? মুখ্যমন্ত্রী পুরুষ বা নারী যে হোন না কেন, কিছু যায় আসে না। নারী নির্যাতন নামে ব্যাধিটাকে দূর করতে হবে।