বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রেশন দুর্নীতি মামলায় একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আনছে ইডি।
তৃণমূল নেতা শঙ্করের সংস্থার লেনদেনের হিসাব দিতে গিয়ে দুবাইয়ের ব্যাঙ্কের নথিও দেখাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওরফে ইডি। ইডি সূত্রে দাবি, দুবাইয়ে লক্ষ লক্ষ টাকা লেনদেন হয়েছে শঙ্করের সংস্থার অ্যাকাউন্টের মাধ্যমে। ব্যাঙ্কের নথি অনুযায়ী ২০১৯ সালের ১৬ অক্টোবর একটি ভারতীয় সংস্থার সঙ্গে ৭৯,৫৪৮ ডলার লেনদেন হয়েছে শঙ্করের সংস্থার।
ভারতীয় মুদ্রায় যার মূল্য ৬৬ লক্ষ টাকারও বেশি। যদিও সংস্থার নাম সামনে আনেনি ইডি। তবে সেই সংস্থাও বর্তমানে ইডির নজরে। ইডি আগেই জানিয়েছে, তদন্তে নেমে এখনও পর্যন্ত শঙ্কর আঢ্যর নামে ৯০টি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার সন্ধান মিলেছে।