রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে তৃণমূলের বিতাড়িত যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সূত্র ধরে উঠে এসেছে প্রোমোটার অয়ন শীলের দুর্নীতি নিয়ে ইডির তদন্তকারীদের কাছে বিস্ফোরক স্বীকারোক্তি করেছে।
তদন্তকারীদের দাবি, জেরায় অয়ন স্বীকার করেছেন, পুরসভায় চাকরি দেওয়ার নাম করে প্রায় ৪০ কোটি টাকা তুলেছিলেন তিনি। যদিও সেই টাকার ভাগ কেবল অয়নই নয়, পকেটে গিয়েছে ‘বড়-বড়’ প্রভাবশালীদের। পুরসভার বিভিন্ন পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে যে ৪০ কোটি টাকা তুলেছিলেন অয়ন তার থেকে ২০ থেকে ২৫% টাকা কমিশন পেয়েছেন তিনি। বাকিটা অয়ন হয়ে পৌঁছে যেত পুরসভার বিভিন্ন প্রভাবশালীদের পকেটে।
ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই প্রভাবশালীদের নাম জেরায় তদন্তকারীদের জানিয়েছে অয়ন। তার বয়ানের ওপর ভিত্তি করেই তালিকা তৈরী করছে ইডি। পাশাপাশি অয়নকে লাগাতার জেরা করে একের পর এক বিস্ফোরক তথ্য ইডির হাতে এসেছে বলেও সূত্রের খবর।