নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, প্রতীক্ষার অবসান ঘটিয়ে পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও এখনো সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতেই কলকাতায় মিছিলের ডাক দিয়েছিল বঙ্গ বিজেপি শিবিরের।
সেখান থেকেই বড় বোমা ফাটালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, দুর্নীতি করে আই-প্যাককে ১২০ কোটি টাকার টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে। আর এর সঙ্গে রাজ্য সরকারি তথ্য প্রযুক্তি সংস্থা ওয়েবল জড়িত রয়েছে।
শুভেন্দু বলেন, আগামী মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তিনি এই বিষয়ে তথ্য ও প্রমাণ প্রকাশ করবেন। উল্লেখ্য, এদিন শুভেন্দুর পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গত লোকসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের প্রচার কৌশল ঠিক করার মুখ্য দায়িত্বে ছিল আইপ্যাক আর সংস্থার অন্যতম প্রধান চরিত্র প্রশান্ত কিশোর।