রাজ্য রাজনীতিতে ছড়ালো উত্তেজনা, বিস্ফোরক মন্তব্য জ্যোতিপ্রিয়র মুখে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর সময় বিস্ফোরক অভিযোগ করলেন রেশন দুর্নীতি-কাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

স্বাস্থ্য পরীক্ষার জন্য ইডি দপ্তর সিজিও কমপ্লেক্স থেকে বের করা হয় জ্যোতিপ্রিয়কে। তখনই মন্ত্রী বলেন, ‘আমি চক্রান্তের শিকার। বিজেপি আমায় ফাঁসিয়েছে। মমতা দি-অভিষেক সব জানে।’ এরই পাশাপাশি তিনি বলেন, ‘আমি দলের সঙ্গে ছিলাম আছি এবং থাকব।’

উল্লেখ্য, দল যে জ্যোতিপ্রিয়র পাশেই রয়েছে এমনটাই বার্তা দিয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো। আর এরই মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করলেন, তিনি যে নির্দোষ তা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন।