বিস্ফোরক দাবি সিবিআইয়ের

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেই বিস্ফোরক দাবি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

কেন্দ্রীয় এজেন্সির দাবি, এক নম্বর নিয়ে ষড়যন্ত্র করেছেন পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্য। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিবিআইয়ের হাতে যে সকল তথ্য উঠে এসেছে, তা চার্জশিট রূপে আদালতে জমা দেওয়া হয়েছে। সেখানেই দাবি করা হয়েছে, এক নম্বর নিয়ে ষড়যন্ত্র করার কথা।

কেন্দ্রীয় এজেন্সি জানিয়েছে, ২০১৪ সালের টেট পরীক্ষা অনুযায়ী ২০১৭ সালের প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া চলাকালীন বেশ কয়েকজন পরীক্ষার্থী বাংলা মাধ্যমের প্রশ্নপত্রে একটি প্রশ্ন নিয়ে আপত্তি তুলেছিলেন। তাঁদের দাবি ছিল, ওই প্রশ্নের উত্তর হিসেবে যে বিকল্পগুলি প্রদান করা হয়েছিল, তার মধ্যে প্রথম এবং দ্বিতীয়, উভয় বিকল্পই ঠিক।