ইডি-র জেরায় বিস্ফোরক দাবি অর্পিতা মুখোপাধ্যায়ের। ইডি সূত্রে খবর, অর্পিতা জেরায় বলেছেন, ‘টালিগঞ্জ ও বেলঘরিয়ায় উদ্ধার হওয়া টাকা পার্থ চট্টোপাধ্যায়ের। পার্থ চট্টোপাধ্যায়ের কর্মীরা এসে ফ্ল্যাটে টাকা রেখে যেত। টাকা রাখছে জানতাম, কত টাকা রাখা হচ্ছে জানতাম না।’
অর্পিতা মুখোপাধ্যায় আরও জানিয়েছেন,‘মাঝে মাঝে ফ্ল্যাটে আসতেন পার্থ চট্টোপাধ্যায়, ‘সেই ঘরে ঢুকতেন, তখন আমি যেতাম না’।
উল্লেখ্য,পার্থ ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়ের আরেকটি ফ্ল্যাট থেকেও উদ্ধার হল কোটি কোটি টাকা, গয়না এবং সম্পত্তির নথি। বুধবার সকাল থেকে লক ভেঙে এই ফ্ল্যাটে ঢুকেছিল ইডি। তারপর নাটকীয় মোড়।
জানা গিয়েছে, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকেও বিপুল পরিমাণ টাকা ও সোনাদানা উদ্ধার করেছে ইডি। নগদ টাকা উদ্ধার হয়েছে, ২৭ কোটি ৯০ লক্ষ। যত সোনা পাওয়া গিয়েছে, তার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৩১ লক্ষ টাকা।