বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৃতীয় অতিরিক্ত চার্জশিট জমা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
দাবি করা হয়েছে, চাকরির পরীক্ষায় প্রার্থীদের সাদা খাতা জমা দিতে বলেছিল এজেন্টরা। পরীক্ষার খাতায় একটিও প্রশ্নের উত্তর না লিখে, শুধুমাত্র কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে চাকরি পেয়েছেন অনেকে। কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে এমনটাই দাবি করা হয়েছে। এরপর তাঁরা সেই টাকা এই মামলার অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কাছে পৌঁছে দিতেন।
এভাবেই বিপুল টাকার বিনিময়ে বহু অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়া হতো। এদিকে সম্প্রতি এই মামলায় বিচারভবনের বিশেষ আদালতে সুজয়, অরুণ হাজরা এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি।