চলতে থাকা তদন্ত মাঝেই ইডির তরফে বিস্ফোরক দাবি শান্তনুকে নিয়ে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে দুর্নীতির অভিযোগেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন হুগলীর তৃণমূল যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়।

এই শান্তনুকে নিয়েই ইডি সূত্রে খবর, আরও ১ কোটি ৪০ লক্ষ টাকা চাকরিপ্রার্থীদের থেকে টাকা এসেছে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কাছে। ২৬ জন নতুন ক্যান্ডিডেটদের থেকে এই বিপুল পরিমান টাকা এসেছে বলে চাঞ্চল্যকর দাবি ইডির। জেলবন্দি শান্তনুর সাথে নতুন করে ২৬ জন ক্যান্ডিডেটের লেনদেনের হদিস মিলেছে।

এই পর্যন্ত শান্তনুর বাড়ি থেকে যে ৩০০ জন চাকরিপ্রার্থীর লিস্ট পাওয়া গিয়েছিল, তাদের ছাড়াও নতুন করে আরও ২৬ জন প্রার্থীর খোঁজ পেয়েছে ইডি। যেখানে আরও ১ কোটি ৪০ লক্ষ টাকা দেওয়া হয়েছে হুগলীর এই তৃণমূল নেতাকে। ইডির দাবি, শাসকদলের নেতা হওয়ার ফলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে লোটাস কনস্ট্রাকশন নামে অন্য একজনের কোম্পানিকে টেন্ডার পাইয়ে দিতেন তিনি। সেই কোম্পানির অ্যাকাউন্টের মাধ্যমেই দুর্নীতি টাকা সাদা করা হত।