প্রকাশিত হল চলতি বছরের মাধ্যমিকের ফলাফল। মাধ্যমিকে এবার যেন উলটপুরান। সর্বকালীন রেকর্ড করল মাধ্যমিক। আজ সকাল ৯টায় চলতি বছরের মাধ্যমিকের ফলপ্রকাশ হয়েছে। এই প্রথম ১০০ শতাংশ ছাত্র ছাত্রীই পাশ করলেন মাধ্যমিক পরীক্ষায়। এবারের মাধ্যমিক পরীক্ষায় এটাই হচ্ছে পাসের হার। যা নিঃসন্দেহে অভূতপূর্ব। তাও আবার পরীক্ষা না দিয়েই। করোনা অতিমারীর জন্য এবছর পরীক্ষা বাতিল হয়। নবম শ্রেণির মার্কশিট এবং দশমের অভ্যন্তরীণ মূল্যায়ণের ভিত্তিতে এবছর মাধ্যমিকের ফল প্রকাশ হল। গত বছর পাশের হার ছিল ৮৬.৩৪ শতাংশ৷ সর্বোচ্চ নম্বর ৬৯৭৷ মোট ৭৯ জন পরীক্ষার্থী এই নম্বর পেয়েছেন৷ গত বছর সর্বোচ্চ নম্বর ছিল ৬৯৪৷
মাধ্যমিকের ফল ঘোষণা করে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায় জানান, এ বছর সকল পড়ুয়াই পাশ করেছে৷ তিনি জানান, নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল ও দশম শ্রেণীর অভ্যন্তরীন পরীক্ষার ফল থেকে পঞ্চাশ শতাংশ নিয়ে মাধ্যমিকের রেজাল্ট তৈরি করা হয়েছে। কেউ এই মূল্যায়নে সন্তুষ্ট না হলে পরে পরীক্ষা দিতে পারবেন৷
কোনও মেধাতালিকা প্রকাশ হচ্ছে না এবার। সকাল দশটার পর থেকে পর্ষদের ৪৯টি ক্যাম্প থেকে মার্কশিট, অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেট বিতরণ হবে। এ বছর মোট পরীক্ষার্থী ১০ লক্ষ ৭৯ হাজার ৭৫০ জন। ওয়েবসাইটে নিজের রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিলে ফলাফল দেখা যাবে। পাশাপাশি মোবাইল অ্যাপ ও এসএমএস-এর মাধ্যমেও জানা যাবে ফলাফল। পর্ষদ সূত্রের খবর এবছর মাধ্যমিকে ৯০ থেকে ১০০ শতাংশের মধ্যে নম্বর পেয়েছে ৪২৮৫৫জন পরীক্ষার্থী। ৮০ থেকে ৮৯ শতাংশ এর মধ্যে নম্বর পেয়েছে ১১৯০৬৬ জন পরীক্ষার্থী।৬০ থেকে ৭৯ শতাংশের মধ্যে নম্বর পেয়েছে ৮১০৫৫৯ জন পরীক্ষার্থী। পরিসংখ্যান দেখে বোঝা যাচ্ছে এবারের মাধ্যমিকে ৬০ শতাংশের উপরে নম্বর পেল প্রায় দশ লক্ষ পরীক্ষার্থী।