রাজ্যের মুখ্যমন্ত্রীর বিদেশ ভ্রমণে বাধ সাধলো কেন্দ্রীয় সরকার। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রোমে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু এই বিদেশ সফরে না কেন্দ্রের। বৈঠকে যোগ দেওয়ার অনুমতি দিল না বিদেশ মন্ত্রক। আগামী ৭ এবং ৮ অক্টোবর ইটালির রাজধানী রোমে ‘পিপলস অ্যাজ ব্রাদার্স, ফিউচার আর্থ’ শীর্ষক ওই আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানান হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরকে মান্যতা দিল না। এই ইস্যুতে ইতিমধ্যেই নবান্নে কেন্দ্রীয় সরকারের তরফে একটি ‘এক লাইনের’ চিঠি এসেছে বলে জানা গিয়েছে। তাতে বলা হয়েছে, এই অনুষ্ঠান একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর অংশগ্রহণের জন্য সামঞ্জস্যপূর্ণ নয়। তবে ঠিক কী কারণে কেন্দ্রের এই সিদ্ধান্ত তা এখনও জানা যায়নি।
এই অনুষ্ঠানে আমন্ত্রিত পোপ ফ্রান্সিস, জার্মানির চান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল প্রমুখ। সেই বৈঠকেই ভারত থেকে একমাত্র আমন্ত্রণ পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বক্তব্য রাখার কথা ছিল তাঁর। উল্লেখ্য, এর আগেও আমেরিকার শিকাগোয় একটি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও যেতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিদেশ সফরে অনুমোদন দেয়নি কেন্দ্রীয় সরকার। শিকাগোর পর এবার রোম। ২০১৬ সালে ভ্যাটিকান সিটিতে মাদার টেরিজাকে সন্ত সম্মান প্রদান অনুষ্ঠানে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার, ২০১৮ সালে ইটালির ভারতীয় দূতাবাস ও বণিকসভার সহযোগিতায় মিলানে আয়োজিত শিল্প সম্মেলনেও যোগ দিয়েছিলেন তিনি।