বদলে গেল পরীক্ষার নিয়ম

নয়া নিয়ম চালু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ থেকে। পড়ুয়াদের ভবিষ্যতের দিকে তাকিয়েই প্রাথমিক স্কুলস্তরের পরীক্ষা গুলিকে তিনটি সমোটিভ বা সার্বিক মূল্যায়নের ভাগে ভাগ করা হয়েছে। জানা যাচ্ছে, নতুন শিক্ষা বর্ষে প্রাথমিকের দ্বিতীয় এবং তৃতীয় সার্বিক মূল্যায়নের প্রশ্নপত্র করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

এর মধ্যে প্রথম সমোটিভ এপ্রিল মাসে নেওয়া হবে। আর দ্বিতীয় সমোটিভ এবং তৃতীয় সমোটিভ হবে ডিসেম্বর মাসে। সাধারণত এতদিন স্কুলগুলি এই সমোটিভ পরীক্ষার প্রশ্নপত্র নিজেরা করলেও এই প্রথম প্রাথমিক স্কুলের পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করছে পর্ষদ নিজেই। পর্ষদ সভাপতি গৌতম পাল এপ্রসঙ্গে জানিয়েছেন, ‘স্কুলগুলি নিজেরা প্রশ্ন করলে প্রশ্নের মান নিয়ে প্রশ্ন উঠতে পারে।

তবে রাজ্যের সব স্কুলের জন্য যদি পর্ষদ প্রশ্ন করে তাহলে একটা নির্দিষ্ট মান বজায় থাকবে।’ একইসাথে তিনি জানিয়েছেন এরফলে সমস্ত পড়ুয়ার পড়াশোনার মান থেকে শুরু পড়াশোনায় তাঁদের অগ্রগতি কেমন হচ্ছে সেটাও পর্ষদ জানতে পারবে।