বড় দূর্নীতি ফাঁস প্রাক্তন অধ্যক্ষের

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় শিরোনামে রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ইতিমধ্যেই আর্থিক দুর্নীতি এবং তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন তিনি।

এবার সন্দীপের নয়া ‘কীর্তি’তে শোরগোল পড়ে গিয়েছে। কয়েকদিন আগেই জানা গিয়েছিল, সরকারি হাসপাতালের অধ্যক্ষ হওয়া সত্ত্বেও প্রাইভেট প্র্যাকটিস চালাতেন সন্দীপ। তবে শুধু প্রাইভেট প্র্যাকটিস করেই ক্ষান্ত দেননি প্রাক্তন অধ্যক্ষ, সেই সঙ্গে প্রাইভেট অপারেশনও করতেন তিনি।

এখান থেকে মোটা টাকা আয় করতেন এই চিকিৎসক। কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা এমনটাই অনুমান করছেন। একাধিক মফস্বল-শহর জুড়ে প্রাক্তন অধ্যক্ষ নিজের প্রাইভেট প্র্যাকটিস চালাতেন। জায়গা অনুযায়ী পরিবর্তিত হতো তাঁর ‘ফি’। ৫০০, ৭০০ টাকা থেকে ২০০০ টাকা অবধি ‘ফি’ নিতেন।