একাধিক রোগে জর্জরিত প্রাক্তন মন্ত্রী

নারদ মামলায় গ্রেফতারের পর অসুস্থ শোভন চট্টোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালের বিলাসবহুল উডবার্ন ওয়ার্ডে চিকিৎসা চলছে তাঁদের। জানা যাচ্ছে, কলকাতার প্রাক্তন মেয়রের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। সিরোসিস অফ লিভারেও আক্রান্ত শোভন চট্টোপাধ্যায়। রক্তে উচ্চ শর্করার মাত্রা থাকায় শোভনবাবুর খাবারের দিকে বিশেষ নজর দিচ্ছেন চিকিৎসকরা। এছাড়াও বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। প্রাক্তন মন্ত্রীকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখছেন চিকিৎসকরা। চিন্তিত রাজনীতি থেকে চিকিৎসক মহল সকলেই। এই প্রসঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বন্দিদশা তো ঘুচছে না। হাসপাতালে হোক বা বাড়ি, সবেতেই তো বন্দি হয়ে থাকা। বাড়ির পরিবেশটা দেখলে হয়তো অনেকটা ভালো হবেন। বাড়িতে আরও অনেক যত্নে থাকতে পারবেন’।