লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে এবার একেবারেই বিপরীত চিত্র উঠে এল বীরভূমের সিউড়ি থেকে। রবিবার রাতে বাড়ি ফেরার পথে তৃণমূলের পরিচিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন খোদ সিউড়ির প্রাক্তন কাউন্সিলর মৃন্ময় মুখোপাধ্যায়। এমন বেধড়ক মারা হয়েছে যে হাসপাতালে ভর্তি রয়েছেন নেতা।
রোজকার চেনা মুখগুলোই যে রাতে আচমকা হামলাকারীদের রূপ নেবে তা হয়তো কল্পনাও করতে পারেননি মৃন্ময়বাবু। যাদের সাথে রোজ কথা, আলাপ, কোনও ঝামেলা ছাড়া কেন তারা আক্রমণ করলো সেই নিয়ে হাজারো প্রশ্ন মৃন্ময়বাবুর মনে। ঠিক কী কারণে তার ওপর এই হামলা সে বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে প্রাক্তন কাউন্সিলর।
বর্তমানে সিউড়ির সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসারত তিনি। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, মৃন্ময় মুখোপাধ্যায় সিউড়ি ১১ নম্বর ওয়ার্ডের দু’বারের প্রাক্তন কাউন্সিলর। সেই ওয়ার্ডেরই বর্তমান কাউন্সিলর তার স্ত্রী চন্দ্রানী মুখোপাধ্যায়।