রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে।
পশ্চিমবঙ্গেও চালু করা হয়েছে বায়োমেট্রিক। আর তারপরেই জানা যাচ্ছে, বায়োমেট্রিক চালু হওয়ার পরেই কোচবিহার জেলায় বাতিল হয়েছে প্রায় এক লক্ষ রেশন কার্ড। অথচ এই সমস্ত রেশন কার্ডে আগে নিয়মিত রেশন তোলা হয়েছে।
দীর্ঘদিন অপেক্ষা করার পরেও এই সমস্ত গ্রাহকরা রেশন কার্ডের সঙ্গে বায়োমেট্রিক করতে না আসায় এবং তাদের কোন সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত কার্ডগুলো বাতিল করে দেওয়া হয়েছে। তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে এতদিন কি তাহলে ভুয়ো কার্ড ধারীরা এই রেশন তুলছিলেন? যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন আধিকারিকরা।