অবশেষে স্বস্তি পেল কেন্দ্রীয় সরকারি কর্মীরা

অবশেষে বিতর্কের অবসান। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত গোটা দেশ। এই পরিস্থিতিতে বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘভাতা বা ডিএ৷ ১ জুলাই থেকেই এই বর্ধিত ডিএ মিলবে। মহার্ঘভাতা ১৭ শতাংশ থেকে বেড়ে ২৮ শতাংশ করা হবে বলে ঘোষণা করা হয়েছে৷ গত বছর দেশদুড়ে লকডাউন ঘোষণা হওয়ার পরই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা স্থগিত রাখার কথা ঘোষণা হয়েছিল৷ করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে সরকারের রাজস্ব কমে যায়৷ তার উপর বৃদ্ধিপায় কোভিড মোকাবিলার খরচ৷ যার জেরেই ২০২১ সালের জুন পর্যন্ত ডিএ বৃদ্ধি স্থগিত রাখা হয়৷ উল্লেখ্য, এই মহার্ঘভাতার ফলে উপকৃত হবেন প্রায় ৬৫ লাখ অবসরপ্রাপ্ত কর্মী এবং ৪৮ লাখ সরকারি কর্মচারী।

তবে আগের সিদ্ধান্ত মতোই কোনও বকেয়া বা এরিয়ার মিলবে না। কারণ, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা মতো ১৮ বছরের ঊর্ধ্বে সকলের জন্যই রাজ্যকে বিনামূল্যে কোভিডের টিকা কিনে দিতে কেন্দ্রের অতিরিক্ত ১০ থেকে ১৫ হাজার কোটি টাকা খরচ হবে। ৮০ কোটি মানুষকে দীপাবলি পর্যন্ত বিনামূল্যে বাড়তি রেশন জোগাতেও ১.১ থেকে ১.৩ লক্ষ কোটি টাকা খরচ হবে। সব মিলিয়ে টিকা ও রেশনের জন্য কেন্দ্রের বাড়তি খরচ ১.৪৫ লক্ষ কোটি টাকায় পৌঁছে যেতে পারে। তবে কেন্দ্র সকলের টিকাকরণের দায়িত্ব নেওয়ায় ৩০ হাজার কোটি টাকা সাশ্রয় হবে রাজ্যগুলির।