আজও স্বস্তির নিঃশ্বাস দেশের করোনা সংক্রমণের সংখ্যায়

বিশ্ব জুড়ে চলছে নতুন সংক্রমনের আতঙ্ক। নতুন প্রজাতির আতঙ্কের মাঝেই দেশের করোনাভাইরাস পরিস্থিতি আরও কিছুটা শান্তি দিচ্ছে দেশবাসীর মনে। কারণ আজও আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা দুটোই কমেছে তুলনামূলকভাবে। কিন্তু ওমিক্রন আতঙ্ক বহাল থাকছে দেশ তথা বিশ্ব জুড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই জানিয়েছে যে ৩১ দেশে ছড়িয়ে পড়েছে এই নতুন প্রজাতি এবং তার মধ্যে রয়েছে ভারতে। কেন্দ্র গতকাল জানিয়ে দিয়েছিল যে ভারতে এই প্রজাতির খোঁজ মিলেছে এবং এতক্ষণে একাধিক জন আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে।

দেশের করোনাভাইরাস রিপোর্ট বলছে, আজ গোটা দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২১৬ জন। এই একই সময়ে দেশে মৃত্যু হয়েছে ৩১৯ জনের। বর্তমানে দেশে করোনাভাইরাস চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯৯ হাজার ৯৭৬ জন। অন্যদিকে এখনো পর্যন্ত দেশে মোট ৩ কোটি ৪০ লক্ষ ৪৫ হাজার ৬৬৬ জন ভাইরাস থেকে মুক্ত হতে পেরেছেন যার মধ্যে গত এক দিনে মুক্ত হয়েছেন ৮ হাজার ৬১২ জন। এই মুহূর্তে দেশের সুস্থতার হার ৯৬.৩৬ শতাংশ।

এদিকে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে চিঠি দিয়ে নয়া গাইডলাইন জারি করেছে। নতুন প্রজাতির আতঙ্ক বাড়তে থাকায় প্রতিটি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলকে সতর্ক করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ প্রত্যেক রাজ্যকে চিঠি দিয়ে জানিয়েছেন, টেস্টিং যেন আগের থেকে বাড়ানো হয় এবং হটস্পট এলাকা চিহ্নিত করার কাজ শুরু হয়। পাশাপাশি নতুন করে যারা ভাইরাস আক্রান্ত হচ্ছেন তাদের বিশেষ নজরদারিতে আনার নির্দেশ দেওয়া হয়েছে এবং পর্যাপ্ত আইসোলেশনের ব্যবস্থা করার কথা বলা হয়েছে।

এছাড়াও রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজন অনুযায়ী কনটেইনমেন্ট জোন বানিয়ে নিতে। একই সঙ্গে টিকাকরণ যাতে দ্রুত গতিতে চালু রাখা যায় সেদিকেও নির্দেশ দিতে বলা হয়েছে। কেন্দ্রীয় সরকার চাইছে, যারা এখনো পর্যন্ত প্রথম টিকা নেওয়ার পর দ্বিতীয় টিকা নেননি, তারা যেন তাড়াতাড়ি নিয়ে নেন।