পরিকল্পনা থাকলেও থমকে গেলো মেট্রো রেলের কাজ

দীর্ঘ দিনের পরিকল্পনা থাকলেও আবার থমকে গেলো কাজ, চিন্তা ভাবনা করেই তা বন্ধ করা হল। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফেই বড়সড় আপডেট এল। জানা গিয়েছে, চলতি বছর পুজোর সময়েও নিউ গড়িয়া থেকে রুবির মেট্রো পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা নেই। এক্ষেত্রে অবশ্য পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই মেট্রো কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে বলেই অনুমান করা হচ্ছে।

দেখা গিয়েছে, বেহালা রুট যেহেতু ওয়ান ওয়ে সেই কারণে সেখানকার মেট্রোয় যাত্রীর দেখা নেই বললেই চলে। রুবির ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। এই পরিস্থিতিতে আপাতত হয়ত চালু করা হবে না এই রুটের মেট্রো পরিষেবা।

গত মে মাসে কেএমআরসি জিএম উদয় রেড্ডি দাবি করেছিলেন রুবি-নিউ গড়িয়া মেট্রো নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে তাঁর কথা হয়েছিল। এর আগে মনে করা হচ্ছিল এই প্রকল্পের উদ্বোধন করবেন স্বয়ং মোদী আর মে মাসেই তার করা হবে। তবে তা না হওয়ায় ফের লাল ফিতের জটে পড়বে কেএমআরসি।