শিক্ষামন্ত্রীর সঙ্গে নিয়োগ- বৈঠকের পরেও ধর্নায় অনড় চাকরিপ্রার্থীরা

বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে নিয়োগ বৈঠকের পরেও ধর্নায় অনড় চাকরিপ্রার্থীরা। নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত চলবে শান্তিপূর্ণ ধর্না ও অবস্থান। মঙ্গলবার এমনটাই জানালেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের বক্তব্য, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আশার আলো দেখছি। কিন্তু হাতে নিয়োগপত্র যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে। আমরা কিছুদিন দেখবো এর মধ্যে যদি না কোনো সরকারের তরফে কিছু করা হয়,তাহলে আমাদের আন্দোলন আরও জোরালো হবে। অর্থাৎ এসএসসি -তে মেধা তালিকা যুক্ত সকলকে চাকরি দিতে হবে। সেই বিষয়ে অনড় রয়েছেন আন্দোলনকারী।

উল্লেখ্য,সোমবার এসএসসি আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। শিক্ষামন্ত্রীর দাবি, নিয়োগের কিছু আইনি দিক আছে, তা খতিয়ে দেখতে হবে। সবাইকে নিয়োগ করতে হলে অতিরিক্ত পদ তৈরি করতে হবে। কত শূন্য পদ প্রয়োজন, তা জানাতে বলা হয়েছে এসএসসিকে।