বিডিও পরিদর্শনের পরেও মেলেনি আবাসের ঘর, জেলা শাসকের দরবারে চা শ্রমিকেরা

মঙ্গলবার জলপাইগুড়ি কোতয়ালী থানার অন্তর্গত করলা ভ্যালী চা বাগানের শ্রমিকেরা আবাসের ঘর পাবার আবেদন জানাতে জেলা শাসক সামা পারভিনের শরণাপন্ন হয়। এই প্রসঙ্গে চা শ্রমিক গোবিন্দ ওরাও বলেন,এর আগে আমরা আবাসের ঘরের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেছিলাম, এবং সদর বিডিও কার্যালয় ঘেরাও করেছি, সেই আন্দোলনের পর সদর বিডিও মিহির কর্মকার করলা ভ্যালী চা বাগানে নিজে গিয়ে আমাদের দুরবস্থা দেখে আসেন।

কিন্তু তার পরেও আমাদের ওখানে নতুন করে সার্ভে কাজ হয়নি, আমাদের অবস্থা যে কে সেই রয়ে গিয়েছে, তাই আজ আমরা ডি এম ম্যাডামকে বিস্তারিত জানাতে এসেছি।

অপরদিকে চা বাগানের দুঃস্থ শ্রমিকেরা আবাসের ঘর থেকে বঞ্চিত হবার ঘটনা জেলা শাসককে জানাতে আসা স্থানিয় পঞ্চায়েত সদস্যা রুবিনা ওরাও বলেন, ২০১৮ সালে সার্ভে হয়েছিলো, আমাদের ওখানে সবাই আবাস ঘর পাবার উপযুক্ত, এর পরেও আজ পর্যন্ত সবাই ঘর পেলো না। বিডিও অফিস আশ্বাস দিলেও কাজ হয়নি। আজ আমার জেলা শাসকের কাছে এসেছি।