ক্যামেরাম্যানকে ধাক্কা দিলেন ইংল্যান্ডের স্যাম কারেন

খেলার মাঝখানে ঘাড়ের কাছে হঠাৎ ক্যামেরা। বিরক্ত হয়ে স্যাম কারেন এক ধাক্কা দিলেন ক্যামেরাম্যানকে। রবিবার আফগানিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচের মাঝে এমন কাণ্ড ঘটালেন তিনি।ইংরেজ অলরাউন্ডার বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন। সেই সময় এই ঘটনা ঘটে।

রবিবার টস জিতে ইংল্যান্ড প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়।কিন্তু আফগানিস্তানের ব্যাটারদের বিরুদ্ধে শুরুতে একটাও সাফল্য পাননি কারেনরা।কোনও উইকেট না হারিয়ে ১১৪ রান তুলে নেন দুই আফগান ওপেনার। কারেন এই ম্যাচে ৪ ওভার বল করে ৪৬ রান দিয়েছেন।

সেই কারণে নিজের উপর বিরক্তই ছিলেন তিনি।এমন অবস্থায় হঠাৎ ঘাড়ের কাছে ক্যামেরা দেখে আরও বিরক্ত হয়ে পড়েন কারেন।তা প্রকাশ করে ফেলেন অলরাউন্ডার। ধাক্কা দিয়ে সরিয়ে দেন ক্যামেরাম্যানকে। সেটাই সম্প্রচারিত হয়ে যায়।