আসাম গামী আপ লাইনে ইঞ্জিন বিকল, ব্যাহত স্বাভাবিক রেল যাতায়াত

বুধবার সকাল নটা নাগাদ জলপাইগুড়ির রোড রেল স্টেশনের আগে আপ লাইনে চলা একটি পণ্যবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় থমকে যায় দেশের সঙ্গে উওর পূর্ব ভারতের রেল যোগাযোগের একাংশ।

আপ লাইনে চলা বিভিন্ন যাত্রীবাহী ট্রেনকে পরবর্তীতে ডাউন লাইন দিয়ে আলিপুরের দিকে এগিয়ে দেওয়া হয়। আর এই কারণেই বুধবার দুপুর পর্যন্ত জলপাইগুড়ি রোড রেল স্টেশন দিয়ে দিল্লি – গৌহাটি সহ অন্যান্য রুটের রেল যাতায়াত ব্যাহত হয়।

এই প্রসঙ্গে রোড রেল স্টেশনের নিরাপত্তার দায়িত্বরত আর পি এফ ইন্সপেক্টর বিপ্লব দত্ত জানান, দুপুর দুটো পর্যন্ত বিকল ইঞ্জিন টিকে মেরামত করা সম্ভব না হওয়ায় সেইটিকে অন্য ইঞ্জিনের সাহায্যে জলপাইগুড়ি টাউন স্টেশনে পাঠিয়ে আসাম গামী রেল পথের আপ লাইনে চলা অচলাবস্থা নিরসনের চেষ্টা করা হচ্ছে।