শিলিগুড়ি : আমবাড়ি ফালাকাটা-বেলাকোবা সেকশনে পণ্যবাহী কনটেইনার ট্রেনের ইঞ্জিন রাত 21:30 নাগাদ অ্যাক্সেল লক হয়ে যায়, যার কারণে এটি এগিয়ে যেতে পারে না। জ্যাক এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে ইঞ্জিনটি উঠানো হবে।
ট্রেনের এক্সেল লক হয়ে যাওয়ায় রেলের একটি ট্র্যাক বন্ধ থাকলেও অন্য লাইনে ট্রেন চলাচল অব্যাহত রয়েছে। এই ঘটনার কারণে লোহিত এক্সপ্রেস এবং বন্দে ভারত এক্সপ্রেস দুটি ট্রেন কিছু সময়ের জন্য বিলম্বিত হয়েছিল।
বর্তমানে রেল চলাচলে কোনো প্রভাব নেই। এই তথ্য দিয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সিপিআরও কপিঞ্জল কিশোর শর্মা জানান, বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।