দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে, প্রকাশ্যে এলো হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস এর সময়সূচী। এটি হতে চলেছে বাংলার দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস রুট। হাওড়া থেকে পুরী পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস মোট ৫০২ কিলোমিটার পথ অতিক্রম করবে। জানা গেছে বন্দে ভারতের এই ৫০২ কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগবে ৬ ঘন্টা ৪০ মিনিট মতো।
রেল বোর্ডের জয়েন্ট ডিরেক্টর বিবেক কুমার সিনহার সাক্ষরিত নথি অনুযায়ী, এই বন্দে ভারত স্টপেজ দেবে খুরদা রোড জংশন, ভুবনেশ্বর, কটক, জাজপুর কেওনঝড় রোড, ভদ্রক, বালাসোর এবং খড়্গপুরে। বৃহস্পতিবার বাদে সপ্তাহে ছয় দিন এই রুটের বন্দে ভারত যাতায়াত করবে। পুরীর জন্য বন্দে ভারত এক্সপ্রেস প্রতিদিন হাওড়া থেকে সকাল ৬টা ১০ মিনিটে ছাড়বে। এই ট্রেনটি পুরী স্টেশনে পৌঁছবে বেলা ১২:৩৫ নাগাদ। এরপর পুরী থেকে সেটি হাওড়ার উদ্দেশ্যে ছাড়বে দুপুর ১টা ৩৫ মিনিটে।
রাত সাড়ে আটটা নাগাদ সেটি পৌঁছাবে হাওড়া স্টেশনে। জানা গেছে এই রুটের বন্দে ভারত এক্সপ্রেস এর চেয়ার কারের ভাড়া হতে পারে ১৫৯০ টাকা। ক্যাটারিং এর ৩০৮ টাকা এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। ২৮১৫ টাকা ভাড়া হতে পারে এক্সিকিউটিভ ক্লাসের। ক্যাটারিং এর ৩৬৯ টাকা অন্তর্ভুক্ত রয়েছে এই টিকিটের মধ্যেই।