একের পর এক রেকর্ড ভেঙে চলেছে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ । মূলত, মুক্তি পাবার ২ সপ্তাহের মধ্যে হাজার কোটির মাইলফলক স্পর্শ করে দক্ষিনের এই সিনেমা। আর এবার ওটিটি প্ল্যাটফর্মে চুক্তির ক্ষেত্রেও রেকর্ড তৈরি করল ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ । সূত্র মারফত জানা গিয়েছে, এই ছবির ওটিটিতে দেখানোর রাইটস অর্থাৎ অধিকার নিয়েছে অত্যন্ত জনপ্রিয় ওটিটি সংস্থা অ্যামাজন প্রাইম। প্রায় ৩২০ কোটি টাকায় এই চুক্তি স্বাক্ষর হয়েছে। জানা যাচ্ছে, আগামী ২৭ মে থেকে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনো ওটিটি স্ট্রিমিং তারিখ নিশ্চিত করা হয়নি।
প্রসঙ্গত ‘কেজিএফ: চ্যাপ্টার ১’ ইতিমধ্যে দেখা যাচ্ছে অ্যামাজন প্রাইমে। গত ১৪ এপ্রিল হিন্দিসহ তামিল, তেলুগু, কন্নড়, মালায়লম ভাষায় মুক্তি পেয়েছে ‘কেজিএফ চ্যাপ্টার টু’। প্রতিটি ভাষাতেই দুর্দান্ত ব্যবসা করেছে এই ছবি। জানা গিয়েছে প্রায় ১০ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ: চ্যাপ্টার টু’; শুধু ভারতেই ৬ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে সিনেমাটি। মূলত, ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে দক্ষিণী তারকা যশকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে সঞ্জয় দত্ত এবং রবিনা ট্যান্ডনকে।