রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার ভোর ৪ টা নাগাদ রায়গঞ্জের বিধায়ক তথা পিএসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যানীকে বাড়ি থেকে বের করে রায়গঞ্জের সুদর্শনপুরে তাঁর দফতরে নিয়ে যাওয়া হয়।
কৃষ্ণ কল্যানীর অফিস থেকে কিছু নথি তদন্তকারী অফিসাররা তাদের সঙ্গে নিয়ে যান। কৃষ্ণ কল্যানীকে কেন্দ্রীয় আধিকারিকরা তাঁর অফিসে নিয়ে যাওয়ার পর সেখানেও চলে নথি সংগ্রহের কাজ। প্রসঙ্গত, বুধবার সাত সকালেই কৃষ্ণ কল্যানীর বাড়িতে পৌঁছে যান আয়কর ও ইডি আধিকারিকরা। বাড়ি ও অফিস, দুই-ই ঘিরে রেখে চলে তল্লাশি।
বিধায়কের বিভিন্ন ব্যবসা রয়েছে বলে খবর। স্থানীয়দের কথায়, ছোটো একটা ব্যবসা থেকে হঠাৎই উত্থান হয় কৃষ্ণ কল্যাণীর। একথা নিজেও অবশ্য বহু বার বলেছেন বিধায়ক। বিশাল বাংলো স্টাইল বাড়ি, বিশাল বহুতল অফিস। আচমকাই গড়ে ওঠে সব। এখন সেই উত্থানের পিছনে কোনও রকম অসঙ্গতি রয়েছে কিনা, সেটাই আয়কর ও ইডি আধিকারিকরা খতিয়ে দেখছেন বলে জানা যাচ্ছে