আসামে হাতি বান্ধব চা বাগান

ল্যান্ডস্কেপের নাটকীয় পরিবর্তনের ফলে শুধু হাতির সংখ্যাই কমেনি বরং মানুষ-হাতির সংঘর্ষও বেড়েছে। যা নিয়ে উদ্বিগ্ন পরিবেশ প্রেমীরা। এই সংঘর্ষ দূর করতে চা চাষী তেনজিং বোডোসা আসামে বিশ্বের প্রথম হাতি-বান্ধব চা বাগান তৈরি করছেন। এরফলে একদিকে যেমন হাতির মৃত্যু কমবে তেমনি অপরদিকে মানুষ-হাতির সংঘর্ষও অনেকাংশে কমে যাবে।

 হিস্ট্রী টিভি ১৮-এ ইয়ে মেরা ইন্ডিয়া প্রোগ্রামের অন্তর্গত ওএমজি-র পরবর্তী পর্বে একটি অনুষ্ঠান রয়েছে তেনজিং বোডোসার। যা সোমবার ২৮ ফেব্রুয়ারি রাত ৮টায় সম্প্রচারিত হবে। উল্লেখ্য, এই ওএমজি পোগ্রামাটিতে ভারতীয়দের অসাধারণ অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরা হয়।আসামের উদালগুড়িতে তেনজিং বোডোসা তাঁর তিন হেক্টর চা বাগানে হাতি-বান্ধব বাগান গড়ে তুলেছেন।

চা বাগানের মধ্যে দিয়ে হাতির চলাচল বন্ধ করতে তিনি বৈদ্যুতিক বেড়া এবং ড্রেনেজ খাদের মতো বিপজ্জনক পদ্ধতি গুলি এড়িয়ে গাছপালা দিয়ে একটি বাফার জোন তৈরি করেছে। যা হাতিদের পর্যাপ্ত খাবার সরবরাহ করে। এতে হাতির মৃত্যুর সঙ্গে মানুষ-হাতি সংঘর্ষও অনেকটা এড়ানো গেছে।