পুলিশের উপর হাতির হানা, মৃত পুলিশ কর্মী

ছুটিতে এসেছিলেন বাড়িতে, কিন্তু এটাই শেষ ছুটি হবে ভাবতে পারেনি কেউ। সকালবেলায় বাড়ির থেকে বেরিয়ে হাতির হানায় মারা গেলেন এক পুলিশকর্মী। হাতি গ্ৰামে প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করছিল৷ এই কারণেই হাতিকে তাড়ানোর চেষ্টা করছিলেন স্থানীয়রা৷ আর তাতেই বিপত্তি! হাতির আক্রমণে মৃত্যু হল এক পুলিশ কর্মীর।

এইদিন সকালে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার দক্ষিণ লতাবাড়ি এলাকায়। এলাকার বাসিন্দা সিণ্টু টিগ্গার মৃত্যু হয়েছে। সে দার্জিলিং-এ পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটিতে সে নিজের বাড়ি দক্ষিণ লতাবাড়িতে এসেছিলেন।এইদিন সকালে বক্সা জঙ্গল থেকে একটি দলছুট বুনো হাতি এলাকায় প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করতে থাকে। হাতি আসছে টের পেয়ে সিণ্টু টিগ্গা ও তাঁর দুই ভাই ও এক ভাইপো ঘর থেকে বের হয়ে হাতি তাড়াতে শুরু করেন।

হাতি তাঁদের বাড়ি থেকে তাঁদের সুপারি বাগানে প্রবেশ করে ক্ষয়ক্ষতি করা শুরু করে। সেইসময় আচমকা হাতি দুই ভায়ের দিকে তেড়ে আসে। ওই সময় সিণ্টু টিগ্গা ও অন্যান্যরা পালাতে শুরু করেন, বাকিরা পালাতে সক্ষম হলেও, সিণ্টু টিগ্গাকে কাছে পেয়ে হাতি তার উপর আক্রমণ চালায়। হাতির পায়ের চাপে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে, ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।