ভারতের অগ্রণী ডিজিটাল রিয়াল এস্টেট পোর্টাল হাউসিং-ডট-কম, প্রপটাইগার ও মকান-ডট-কম’এর অপারেটর এলারা টেকনোলজিস তাদের নতুন ব্র্যান্ড হাজির করল – রেয়া ইন্ডিয়া (REA India)। এই ব্র্যান্ডের নামে অগ্রণী ডিজিটাল রিয়াল এস্টেট কোম্পানি তথা অস্ট্রেলিয়ার মেলবোর্নে হেডকোয়ার্টার বিশিষ্ট মূল কোম্পানি রেয়া গ্রুপ লিমিটেডের নামটি প্রতিফলিত হয়েছে।
রেয়া গ্রুপ প্রথমে রেয়া ইন্ডিয়াতে (পূর্বের এলারা টেকনোলজিস প্রাইভেট লিমিটেড) বিনিয়োগ করেছিল, ২০১৭ সালে এবং ২০২০ সালে তা পরিণত হয় ৬১% মেজরিটি শেয়ারহোল্ডারে, যার সাবসিডিয়ারি হল বাকি অংশের শেয়ারহোল্ডার আমেরিকা-ভিত্তিক নিউজ কর্প। একইসঙ্গে, নিউজ কর্প হল রেয়া গ্রুপের মেজরিটি শেয়ারহোল্ডার।
রেয়া গ্রুপের মধ্যে থেকে রেয়া ইন্ডিয়া একটি আলাদা সংস্থা হিসেবে কো-ফাউন্ডার ও সিইও ধ্রুব আগরওয়ালার নেতৃত্ত্বে পরিচালিত হবে। রেয়া ইন্ডিয়া ভারতের বাজারের পরিস্থিতিতে নিজস্ব কৌশল ব্যবহার করে কাজ চালিয়ে যেতে প্রস্তুত।