রাজ্য জুড়ে আজ সকাল থেকেই যথারীতি ভাবে পালিত হচ্ছে ঈদ উৎসব

আজ পবিত্র ঈদ, দেশ তথা রাজ্য জুড়ে আজ খুশির হাওয়া। জেলায় জেলায় এদিন সকাল থেকেই উচ্ছ্বাস আনন্দের বাতাবরণ। রমজানশেষে খুশির ঈদের আনন্দ- উদযাপনে রঙিন কোচবিচার থেকে কলকাতা, বালুরঘাট থেকে বর্ধমান। রাজ্য জুড়ে আজ সকাল থেকেই যথারীতি সকলে ঈদের প্রার্থনায় অংশ নিয়েছেন। এরপর সেরেছেন কোলাকুলি, মিষ্টিমুখ। মালদহেও এক ছবি।

মালদহের সুজাপুরের নয়মৌজা মাঠের নামাজ এ রাজ্যের অন্যতম বৃহৎ। প্রায় এক লক্ষ মুসলিম ধর্মাবলম্বী মানুষ একসঙ্গে নামাজ পড়েন সুজাপুরে। ঈদগাহ মাঠ-সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কেও নামাজের ভিড় জমে। আজ খুশির ঈদ। চেনা সেই ছবি এবারেও। আট থেকে আশি। সকলেই আজ শামিল ঈদের নামাজপাঠে। পবিত্র রমজান মাসের শেষে আজ খুশির ঈদ। এই উপলক্ষে, কালিয়াচকের বিভিন্ন প্রান্তে নামাজ পাঠের আয়োজন হয়েছে।

সুজাপুর ৯ মোজা, জালালপুর ২২ মোজা ঈদগা, সুকদেবপুর, জগদীশপুর, দারিয়াপুর,আলিপুর, মোজোমপুর,আলিনগর আরো অন্যান্য ঈদগ। ঈদ উপলক্ষে খুশির আবহ শহর জুড়ে নামাজশেষে একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলির পাশাপাশি খুশির ঈদের মুহুর্তকে মোবাইল ক্যামেরায় বন্দি করতে বহুজন মেতে ওঠেন সেলফি তোলায়।