আইচার ট্রাক্টর্স-এর প্রিমা জি৩ প্রিমিয়াম রেঞ্জের ট্রাক্টর

ট্রাক্টর্স অ্যান্ড ফার্ম ইকুইপমেন্ট লিমিটেডের আইচার ট্রাক্টর্স লঞ্চ করল নতুন আইচার প্রিমা জি৩ সিরিজ। এটি হল প্রিমিয়াম ট্রাক্টরের এক সম্পূর্ণ নতুন রেঞ্জ। আইচার প্রিমা জি৩ সিরিজের ট্রাক্টরগুলি হল ৪০ থেকে ৬০ এইচপি রেঞ্জের, যা একাধারে প্রিমিয়াম স্টাইলিং, প্রোগ্রেসিভ টেকনোলজি ও পারফেক্ট কমফর্ট দিতে সক্ষম।

নতুন আইচার প্রিমা জি৩ একেবারে নতুন ডিজাইনে তৈরি। এই ট্রাক্টরগুলি একাধিক এগ্রিকালচারাল ও কমার্সিয়াল কাজের উপযুক্ত।

ভারতের ট্রাক্টর ইন্ডাস্ট্রিতে আইচার প্রিমা জি৩ এক দিকনির্দেশক। কৃষিক্ষেত্রের বিভিন্ন কাজে এর জুড়ি মেলা ভার। ৬০ বছরের পরম্পরা সম্পন্ন আইচার ট্রাক্টর্স ভারতের সবুজ বিপ্লবে গুরুত্ত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি অতুলনীয় আস্থার বন্ধন গড়ে তুলেছে।