নতুন ভাবে চালু হতে চলেছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষাক্ষেত্রে লিঙ্গবৈষম্য দূর করতে এবার ছেলে মেয়েদের একসঙ্গে পঠনপাঠনের পরামর্শ দিল কেরলের রাজ্য শিশু অধিকার রক্ষা কমিশন।
২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই রাজ্যের সবকটি বিদ্যালয়ে কো-এড শিক্ষা ব্যবস্থা চালু করা হওয়ার সম্ভাবনা৷ কমিশনের দাবি, প্রথম থেকে কো-এড স্কুলে পঠনপাঠন হলে, ছোট থেকেই শিশুদের মনে লিঙ্গচেতনা তৈরি করা সম্ভব হবে।
লিঙ্গসাম্য প্রতিষ্ঠা ও নারীদের বিরুদ্ধে ঘটে চলা অপরাধ কমানোর ক্ষেত্রেও এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মত কমিশনের। জনৈক আইজ্যাক পল নামে এক ব্যক্তি, দিন কয়েক আগে কমিশনে অভিযোগ করেন, ছেলে-মেয়েদের আলাদা স্কুল লিঙ্গসাম্য প্রতিষ্ঠার পরিপন্থী।
সেই মর্মেই এই নির্দেশ দেয় কমিশন। কেরলের সরকারি হিসাব অনুযায়ী, রাজ্যে ছেলেদের স্কুল রয়েছে ২৮০টি৷ মেয়েদের স্কুলের সংখ্যা ১৬৪। তবে শুধু সরকারি স্কুলই নয়, বেসরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলকেও এই পরিকল্পনার আওতায় আনার পরামর্শ দেওয়া কমিশনের তরফে৷
৯০ দিনের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে রাজ্য সরকারকে পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়ার নির্দেশও দিয়েছে কমিশন।