সত্যতা যাচাই করতে এবার গাড়ি পরীক্ষা হবে শিক্ষামন্ত্রীর

সম্প্রতি মহানগরীর বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। মার্চের শুরু থেকেই সংবাদের শিরোনামে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ওয়েবকুপার বার্ষিক সম্মেলন ঘিরে ক্যাম্পাসে দেখা দেয় নৈরাজ্যের ছবি। বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

তাঁকে হেনস্থা, তাঁর গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়ার অভিযোগ ওঠে। পাল্টা মন্ত্রীর গাড়িতে ইন্দ্রানুজ রায় নামের এক পড়ুয়াকে ‘পিষে’ দেওয়ার অভিযোগ আনা হয়। এবার মন্ত্রীর গাড়ির ফরেন্সিক পরীক্ষা করবে পুলিশ। যাদবপুরকাণ্ডের জল ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট অবধি গড়িয়েছে। জানা যাচ্ছে, কোথায়, কীভাবে ধাক্কা লেগেছে, কী কী ক্ষতি হয়েছে, সেই সকল উত্তর পেতেই এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির ফরেন্সিক পরীক্ষা করবেন তদন্তকারীরা। ধাক্কার পাশাপাশি গাড়ির কাঁচ কীভাবে ভেঙেছে, সেটাও ওই ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে খতিয়ে দেখা হবে।