শান্তনুকে নিয়ে ইডি বিস্ফোরক দাবি ইডির

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ কাণ্ডে গ্রেফতার হওয়ার পর তৃণমূল যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে তিনি নির্দোষ, এই কাজের ‘মাস্টারমাইন্ড’ অন্য এক ধৃত কুন্তল ঘোষ। কিন্তু শান্তনুকে নিয়ে কেন্দ্রীয় সংস্থা ইডি যে দাবি করেছে তা বিস্ফোরক। গোয়েন্দা সংস্থার কথায়, শান্তনুর কাছে দুটি মোবাইল ফোন পাওয়া গিয়েছে যে আদতে ‘সোনার খনি’।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি দাবি করেছে এই কেলেঙ্কারির অর্থ ৩৫০ কোটিও ছাড়াতে পারে। আর শান্তনুর থেকে পাওয়া মোবাইল দুটিই যে এই দাবির মূল ভিত্তি তা স্পষ্ট হচ্ছে। ইডি আদালতে দাবি করেছে, ওই দুটি মোবাইল ফোনে প্রচুর অ্যাডমিড কার্ড এবং ছবি ছিল। যাদের নথি ছিল তারাই চাকরি পেয়েছে। এছাড়া এমন অনেক কিছু নাম আছে যা প্রকাশ্যে আসলে সকলে অবাক হবে। পাশাপাশি বছরে ৬ লক্ষ টাকা রোজগার থেকে কীভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছেন শান্তনু সেটাও তারা খতিয়ে দেখছে।

ইডি আদালতে ইতিমধ্যেই জানিয়েছে শান্তনুর প্রাসাদোপম বাড়ি, অভিজাত আবাসনে বিলাসবহুল ফ্ল্যাট, হোম স্টে, রিসর্ট, রেস্তোরাঁ, ধাবা-সহ বিপুল সম্পত্তির কথা। আর কী কী সম্পত্তি আছে, বা আদৌ আছে কিনা সেটাও তারা জানার চেষ্টায় আছে। পাশাপাশি তাদের আরও দাবি, আরও অনেক প্রভাবশালী জড়িত এই ইস্যুতে। কেস ডায়েরিতে এমন এমন নাম আছে, দেখে হতবাক হয়ে হয়।