অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতার অফিসেই ডেকে পাঠাল ইডি

গতকাল মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় এজেন্সি ডেকে পাঠাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের কয়লা পাচারকাণ্ড – এ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠাল ইডি। ইডি সূত্রে খবর, শুক্রবার অভিষেককে কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। অভিষেককে জিজ্ঞাসাবাদ করার জন্য দিল্লি থেকে আসছেন ইডির আধিকারিকেরা।

এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব প্রসঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন,তৃণমূল কংগ্রেসকে ভয় পায় বিজেপি। কেন্দ্রীয় সরকার এজেন্সিকে রাজনৈতিকভাবে ব্যবহার করছেন।

অন্যদিকে,অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব প্রসঙ্গে মমতার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তাঁর দাবি,মুখ্যমন্ত্রী সব আগে থেকেই জানতেন। পাশাপাশি তৃণমূল – বিজেপি আঁতাতের অভিযোগ ফের আরেকবার তিনি প্রকাশ করলেন।

উল্লেখ্য, গতকাল মেয়ো রোডের তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র সমাবেশ থেকে ইডি ৩- ৫ দিনের মধ্যে তলব করতে পারে এমনটাই অভিষেক উষ্মা প্রকাশ করেছিলেন। এদিন অভিষেক বলেন, ৩-৫ দিনের মধ্যে ইডি তলব করবে। রাজনৈতিকভাবে লড়ার ক্ষমতা নেই। দিল্লিতে চুড়ি পড়ে বসে আছি। আর এখানে ইডি ,সিবিআইকে লাগিয়েছে।