সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বিপ্লব সিংহের বাড়িতে তল্লাশি ইডির

সাতসকালে হাওড়ায় অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আরজি কর কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ সাঁকরাইলের বিপ্লব সিংহের বাড়িতে আসেন ইডি আধিকারিকরা। বিপ্লব সিংহ বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন। হাওড়ায় বিপ্লব ঘনিষ্ঠ কৌশিক কোলের বাড়িতেও চলছে ইডির তল্লাশি। কৌশিক কোলে বিপ্লব সিংহের অ্যাকাউন্টের হিসাব রাখতেন। বাড়ির চারপাশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে তল্লাশি চলছে। শুক্রবার সকালে সাতটা নাগাদ হাওড়ার সাঁকরাইলের বাসুদেবপুর হাটগাছায় বিপ্লব সিংহের বাড়িতে হানা দেয় ইডি।

 প্রসঙ্গত, আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে। এর পাশাপাশি বিপ্লব সিংহকে গ্রেফতার করেছে সিবিআই তবে পুনরায় তার বাড়িতে এদিন তদন্তে নামলেন ইডি আধিকারিকরা। তবে কি কারণে সেটা এখন দেখার। ব্যবসায়ী বিপ্লব সিংহ সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ। মা তারা ট্রেডার্স নামের বিপ্লব সিংহের ব্যবসায়ীক প্রতিষ্ঠান আরজি কর হাসপাতালে মেডিকেল ইন্সট্রুমেন্ট সাপ্লাই করতো। আরজি কর মেডিকেল কলেজে ইন্সট্রুমেন্ট সাপ্লাইয়ের ক্ষেত্রে দুর্নীতি ধরা পড়ায় এবার ইডি তদন্তে নেমেছে। পাশাপাশি সাঁকরাইলে কৌশিক কোলের বাড়িতেও হানা দিল ইডি।