ফের বাংলায় শুরু ইডির তল্লাশি

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ফের বাংলায় ইডি হানা। আসানসোলে এক শিল্পপতির বাড়িতে হানা দিয়েছে ইডি।

রানিগঞ্জ শিশু বাগান মোড় সংলগ্ন এনএসবি রোডের পাশে শিল্পপতি চণ্ডী কেডিয়ার বাড়িতে সকাল থেকে অভিযান চালাচ্ছে তদন্তকারী সংস্থা। সাথে মজুত রয়েছে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে এদিন ভোর ৫ টায় রানিগঞ্জে এই বড় শিল্পপতির বাড়িতে হানা দিয়েছে ইডি।

বাংলার বেশ কয়েকটি লোহার ফ্যাক্টরির মালিক চণ্ডী কেডিয়ার। শুধু এরাজ্যে নয়, পাশাপাশি ভিন রাজ্যেও বেশ কয়েকটি কারখানা রয়েছে কেডিয়ারের। যোগী রাজ্য উত্তরপ্রদেশের লখনউতেও চণ্ডী কেডিয়ারের কিছু ব্যবসা রয়েছে বলে জানা গিয়েছে।