ইডির তরফে প্রকাশ করা হলো সুকন্যার মোট সম্পত্তির পরিমাণ

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে অনুব্রত কন্যা সুকন্যাকে গ্রেফতার করে ED।

গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। সামান্য স্কুল শিক্ষিকা হয়ে পাহাড় প্রমান সম্পত্তির মালিক তিনি, কি সেই টাকার উৎস। এই নিয়েই ধন্দে ইডি অফিসাররা। ইডি সূত্রে খবর, এখনও পর্যন্ত সুকন্যার নামে ব্যাঙ্কে ১৬ কোটি টাকার একটি ফিক্সড ডিপোজিটের হদিশ মিলেছে। সুকন্যার নামে রয়েছে একটি চালকল।

এখানেই শেষ নয়, বীরভূমের বোলপুর বাইপাস সংলগ্ন এলাকায় অনুব্রত কন্যার নামে রয়েছে বিঘার পর বিঘা জমি। যার পরিমান প্রায় ১০ বিঘা। এ ছাড়াও বোলপুরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক জমি। তদন্তকারীদের দাবি গরু পাচারকাণ্ডের কালো টাকার সঙ্গে এই সম্পত্তির যোগ থাকতে পারে। জিজ্ঞাসাবাদের পর কেষ্ট কন্যার কথায় অসঙ্গতি ধরা পড়েছে বলে তাকে গ্রেফতার করে গোয়েন্দা সংস্থা।