বিগত কয়েক মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি হানা।
চন্দ্রনাথের বোলপুরের বাড়িতে হানা দেয় ইডি। মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেই এই তল্লাশি চলছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নিচুপট্টির বাড়িতে। গরুপাচার মামলায় মন্ত্রীর নাম সামনে এসেছে। সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে কলকাতার বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছে ইডি।
চেতলা, লেকটাউন-সহ মোট তিন জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে ইডি। জানা যাচ্ছে চেতলায় পিয়ারীমোহন রায় রোডের বিশ্বরূপ বোস নামের এক ব্যবসায়ীর বাড়িতে গিয়েছেন তদন্তকারীরা। ওই ব্যক্তি পরিবহণ সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন।