বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে শিরোনামে এখন অভিনেত্রী তথা যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ।
নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষের সূত্র ধরে গত সপ্তাহে ইডি জিজ্ঞাসাবাদের মুখে পড়ে সায়নী। জানা যায়, হাজিরা দেওয়ার পরিবর্তে ইডিতে ৫৩০ পাতার নথি মেইল করেছেন সায়নী। এবার সূত্রের খবর, নেত্রীর পাঠানো ওই নথিতে সন্তুষ্ট নয় তদন্তকারী সংস্থা। কারণ সেখানে সমস্ত নথি নেই।
তদন্তকারী অফিসারদের চাওয়া নথির মধ্যে নেত্রী নিজের নামে কেনা ফ্ল্যাটের তথ্য দিলেও দেননি মায়ের নামে কেনা আবাসনের লেনদেন সংক্রান্ত কোনও নথি। ওপর একটি ফ্ল্যাটের নথিও দেননি। দেননি কলোনি ল্যান্ড নামে অন্য একটি সম্পত্তি বিক্রির নথিও দেননি। সায়নী বলেন, ভোট হয়ে যাওয়ার পর তদন্তের স্বার্থে তাকে যেকোনও সময় যেকোনও জায়গায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকলে হাজির হবেন তিনি।