বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নতুন বছরে ফুল অ্যাকশনে ইডি।
এবার প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’এর অধীনে থাকা আটটি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করে দিল ইডি।
কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ইডি জানিয়েছে, নিয়োগ দুর্নীতির সাথে যোগসাযোগ রয়েছে বলে অভিযুক্ত সংস্থা ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’ ওই সম্পত্তির মূল্য আনুমানিক সাড়ে সাত কোটি টাকা। এই বিষয়ে আদালতের কাছে আরও কিছুটা সময় চেয়ে নেন ইডির আইনজীবী।