বিচারপতির প্রশ্নের মুখে ইডি

বিগত বেশ কিছু মাস, দেখতে গেলে প্রায় এক বছর ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে অভিষেক মামলায় তোলপাড় আদালত।

নিয়োগ দুর্নীতি কাণ্ডে সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন ২১ সেপ্টেম্বরের মধ্যে লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সংস্থার সমস্ত ডিরেক্টরের সম্পত্তির হিসেব আদালতে জমা দিতে হবে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্ট নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি সিনহা। ইডিকে প্রশ্ন করে বিচারপতি বলেন, ‘রিপোর্টে বলছেন অভিষেকের মাত্র ৩টি বিমা, আর কোনও সম্পত্তি বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই? সাংসদ হিসেবে অভিষেকের বেতন জমা পড়ে কোন অ্যাকাউন্টে?’ জবাবে ইডি জানায় অভিষেকের নিজস্ব অ্যাকাউন্ট আছে।