বঙ্গে এতো বড়ো পরিমান টাকা উদ্ধার করেছে ইডি যা ইতিহাসে প্রথম

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি নিয়ে বারবার ভর্ৎসনার মুখে পড়েছে কেন্দ্রীয় সংস্থা।

ইডির আইনজীবী উল্লেখ করেন, নিয়োগ দুর্নীতি মামলায় গত ১৫ মাসে ৫০ কোটি টাকা, ৫ কোটি টাকার সোনা, ৭১.৮ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মোট ১২৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। দেশের ইতিহাসে এত টাকা ইডি কখনও বাজেয়াপ্ত করেনি।

ওদিকে প্রাক্তন শিক্ষামন্ত্রীর পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্য, সুজয়কৃষ্ণ ভদ্র সহ প্রভাবশালীদের গ্রেফতারির কথাও বলেন ইডির আইনজীবী। এরপরেই বিস্ফোরক মন্তব্য করে ইডি বলে, অভিষেককে আগেই এই মামলায় সমন পাঠানো হয়েছিল। তিনিও সন্দেহভাজনের তালিকায় আছেন।