এবার থেকে যাত্রার ১২ ঘণ্টা আগেই কেটে নেওয়া যাবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর টিকিট। আগেই সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগান মেট্রো স্টেশন পর্যন্ত কিউআর কোডের মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা চালু হয়েছিল। প্রাথমিকভাবে টিকিট কাটার ৪৫ মিনিট পর্যন্ত সেই কোডটি স্বয়ংক্রিয় থাকত। এবার সেই পদ্ধতিতে ১২ ঘণ্টা আগেই টিকিট কাটা যাবে বলে জানানো হল মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে।
ইস্ট-ওয়েস্ট মেট্রোয় ক্রমশ যাত্রী সংখ্যা বাড়ছে। আগামী দিনে শিয়ালদহ স্টেশন চালু হয়ে গেলে যাত্রী সংখ্যা বহুগুণ বেড়ে যাবে। আর তাই যাত্রীসাধারণের সুবিধার্থে এই পরিষেবা চালু করা হল। মেট্রোর টোকেন কিংবা স্মার্ট কার্ড পাঞ্চ করে ঢোকার গেটেই লাগানো থাকবে কিউআর কোড স্ক্যানার। সেখানে মোবাইল অ্যাপের মাধ্যমে স্ক্যান করলেই গেট খুলে যাবে। পেমেন্ট গেটওয়ের কাজে নজর রাখছে এসবিআই। ‘মেট্রো রাইড কলকাতা’ নামে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে সেখান থেকেই টিকিট কাটা যাবে।